বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রতিশ্রুত অঙ্গীকার অনুযায়ী অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা মহোদয়ের মাধ্যমে এ স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪মার্চ) বিকালে স্মারকলিপি জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি শিপ্রা বিশ্বাস, সাধারণ সম্পাদক সৈকত বিশ্বাস প্রমূখ। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয়ভাবে গোপালগঞ্জেও এই স্মারকলিপি দেওয়া হয়।