ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

সীমান্তে কড়া নজরদারী বিজিবি’র অভিযানে ফেন্সিডিল সহ আটক তিন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

সীমান্তে কড়া নজরদারী  বিজিবি’র অভিযানে ফেন্সিডিল সহ আটক তিন
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২২ বোতল ফেন্সিডিল সহ মোঃ মশারফ হোসেন (৩৬),আসাদুজ্জামান নূর (৩০),মোঃ সবুজ মিয়া (২২) নামে তিন চোরা কারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

উপজেলার উলিপুর সীমান্ত এবং সদর উপজেলার দাইনুর সীমান্তের রথীনাথপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মোশারফ হোসেন কাজিহাল ইউনিয়নের ভেড়ম এলাকার মৃত ইব্রাহীমের ছেলে,আসাদুজ্জামান নূর সদর উপজেলার মুরাদপুর এলাকার মো. আফতাব উদ্দিন এর ছেলে এবং মোঃ সবুজ মিয়া একই উপজেলার রথীনাথপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বৃহস্পতিবার ভোর রাত তিন টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের উলিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে  ১৬ বোতল ফেনিাসডিল সহ মোঃ মশারফ হোসেন (৩৬) কে আটক করে। পরে ভোর ৪ টায় দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৩১৫/৩-এস থেকে ১.৫ কিঃমিঃ দুরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে রথীনাথপুর বাজারের পাশ থেকে ৬ বোতল ফেন্সিডিল সহ আসাদুজ্জামান নূর (৩০)ও মোঃ সবুজ মিয়া (২২) নামে ওই দুই চোরা কারবারীকে আটক করে ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল সিম ও বাংলাদেশি নগদ সাত হাজার ছয়শত বিশ টাকা উদ্ধার সহ তাদের থানায় হস্তান্তর করে বিজিবি। 

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মো. শরিফুল্লাহ আবেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি অধীনস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সময় তাদের আটক করা হয়েছে। সীমান্ত রক্ষা সহ চোরাচালান রোধে কড়া নজরদারী রাখা হয়েছে,এধরনের অভিযান অব্যাহত থাকবে।