টেকনাফের শাহপরীর দ্বীপ হতে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার কামালের বাড়িতে এস আই নূরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়।
ধৃতরা হচ্ছে, শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল মিয়া (প্রকাশ) লেডু (৩৭), সাবরাংয়ের মৃত ইমাম শরীফের ছেলে মোঃ আয়াছ (৩৫), সাবরাং আলীর ডেইলের দিল মোহাম্মদের এর ছেলে জাফর (৩২), একই এলাকার দিল মোহাম্মদের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), সাবরাং নয়া পাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ ইমাম হোসেন (২৭)।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরন করা হয়েছে।