মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে"মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা" সমাপনী অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তিনজন প্রকল্প চাষীকে মাছের খাবার বিতরণ করা হয়।
এ উপলক্ষে বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলা চত্বরে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা.শামিমা আক্তার জাহান,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.এনামুল হক,উপজেলা কৃষি কমকতা কৃষিবিদ মোছা.রুম্মান আক্তার,উপজেলা মৎস কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া প্রমুখ।
পরে মেলা চত্বরে উপজেলা মৎস অফিসের উদ্যোগে, ৩ টি প্রদর্শনীর পাবদা, গুলশা, টেংরা, গলদা চিংড়ি, কাপ নাসারী জাতের মাছের জন্য একশত ৬০কেজি খাবার, তিনজন প্রকল্প চাষীকে বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।