Can't found in the image content. নিউমার্কেটে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নিউমার্কেটে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, মার্চ ২৩, ২০২২

নিউমার্কেটে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি
রাজধানীর নিউমার্কেটে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত ৩২টি দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। 

জানা গেছে, নিউমার্কেটের (উত্তর) ডি-ব্লকের ভেতরে হাঁটার রাস্তা, করিডর এবং খালি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডি ব্লক দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান এবং সাধারণ সম্পাদক আবু নাসের উপস্থিত ছিলেন। 

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে নকশা বহির্ভূত এ দোকানগুলো মার্কেটে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অস্বস্তির কারণ হয়ে পড়েছিল। এছাড়া আলো বাতাস এবং ভেন্টিলেশন ব্যবস্থাও এসব অবৈধ দোকানের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল। এ জন্য আমরা এগুলো উচ্ছেদ করেছি।’ 

অবৈধ দখলদারদের কোনো প্রকার জরিমানা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমরা দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছি তাই আলাদা করে আর জরিমানা করা হয়নি।’ 

দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের মার্কেটে অবৈধভাবে একটা চক্র এ দোকানগুলো বসিয়ে চাঁদাবাজি করে যাচ্ছিল। এখন এগুলো উচ্ছেদ হওয়ায় আমরা ব্যবসায়ীরা খুশি।’