জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৩০, ২০২১
ভৈরবে
রোববার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ভৈরবে পোনা মাছ অবমুক্ত,সফল চাষীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য অফিসের আয়োজনে ও বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে
উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে।
এতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি
আলহাজ¦ মোঃ সায়দুল্লাহ মিয়া। এ ছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ।
এ
সময় অতিথিরা বলেন,দেশীয় প্রজাতির মাছ আমাদেও মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তাই দেশীয় প্রজাতির
মাছ ফিরিয়ে আনতে এবং আমিষের চাহিদা ফিরিয়ে আনতে বর্তমান সরকার সারা দেশে মাছ চাষে ব্যাপক
উদ্যোগ গ্রহণ করেছে। খাল-বিল,পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছ চাষে অনেকে সফলতা এনেছে।
আলোচনাসভা
শেষে সফল মাছ চাষী ২ জন ও সফল উদ্যোক্তা ১ জনসহ ৩ জনের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
এর
আগে উপজেলা পুকুরে ২০ কেজি দেশীয় প্রজাতির রুই, কাতলা ও মৃগেল অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটির
সার্বিক সঞ্চালনায় ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান সুজন।