কক্সবাজারের উখিয়ায় টেকনাফ-উখিয়ার মহাসড়কে সিএনজি- ডাম্পার (মিনি ট্রাক) মুখামুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়া পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ারের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনুজর মোর্শেদ।
তিনি বলেন, ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়েছে।তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।