Can't found in the image content. টুঙ্গিপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী ও আলোচনা সভা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ |

EN

টুঙ্গিপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী ও আলোচনা সভা

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

টুঙ্গিপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী ও আলোচনা সভা
ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। 

এতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহন করেন।

পরে উপজেলার পাটগাতী বাজারের মডেল রিসোর্স সেন্টার কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।