পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ গম মাড়াই মেশিন উল্টে আদর হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ জন।নিহত আদর গোয়ালগছ এলাকার আজিজুল হকের ছেলে। আহতরা হলেন, একই এলাকার রেজাউল আলীর ছেলে আব্দুল মালেক (৪০), নুরজামালের ছেলে পায়েল হোসেন (১৭) ও আবু হোসেনের ছেলে হাসান (২০)।
আজ সোমবার (২১ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় একটি ছোট রাস্তা থেকে গম মাড়াই মেশিন নিয়ে চালিয়ে সিপাই পাড়া বাজারে যাচ্ছিলো তারা। এসময় গাড়ির স্টারিং ভেঙ্গে মাড়াই মেশিন উল্টে যায়। এতে গাড়িতে থাকা চারজন গুরুত্বর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক আদরকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।