নগরীর কাউনিয়া এলাকা থেকে রেকটিফাইড স্পিরিট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
রোববার (২৯ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৮।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন সিটি মার্কেট বাকলার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ৩৫ বোতল রেকটিফাইড স্পিরিট এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৭১০ টাকাসহ আটক করে র্যাব-৮।
আটককৃতরা হলেন- নগরীর ৪ নং ওয়ার্ড ভাটিখানা এলাকার মৃত ডা. ইয়াকুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৭), একই এলাকার মৃত জগদীশ দাসের ছেলে নাথু দাস (৩৫) ও উজিরপুর উপজেলার নারীকেলী এলাকার সুকলাল মন্ডলের ছেলে গোপাল মন্ডল (২৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. নুর ইসলাম জানান, এ ঘটনায় র্যাব-৮ এর পক্ষ থেকে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।