Can't found in the image content. গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ |

EN

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, মার্চ ২০, ২০২২

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। শনিবার বিকাল ৫টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে গোপালগঞ্জ সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ক্ষতিগ্রস্ত সাহিদা বেগম বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্বামী মরে যাওয়ার পর ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন যাচ্ছে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে শেষ হয়ে গেছে। ৭টি ছেলে-মেয়ে নিয়ে এখন কোথায় যাব? খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোনো উপায় নেই?