দিনাজপুরের হিলিতে প্রতিপক্ষের হামলায় নানী শাহিদা বেগম (৪৫) ও নাতনীউষা (২) আহতহয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যায়উপজেলারসাধুরিয়াগ্রামে এ ঘটনা ঘটে। এবং এ অভিযোগে একই রাতেনানাতছলিমউদ্দিনহাকিমপুর থানায়অভিযোগ দায়েরকরেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদমানবাড়িরজায়গাকে কেন্দ্র করেপ্রতিবেশীকছিরউদ্দিনের ছেলেশাহাজামাল হোসেন ওতার স্ত্রী খাদিজাসহ ১০/১২ জনের সঙ্গবদ্ধ দল তছলিমেরপরিবারেরসদস্যদেরওপরঅতর্কিতহামলাচালায়। এতে তছলিমের স্ত্রী শাহিদা বেগম, মেয়েতহমিনা, নাতিতাজমিন ও দুইবছরেরনাতনীবৃষ্টিকে গুরুতরআহতহন। পরে স্থানীয়রাতাদেরউদ্ধারকরেহাকিমপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপাওেহাকিমপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরআবাসিক মেডিকেলঅফিসার (আরএমও) সজল ক্রান্তিরায়জানান, অন্যদেরপ্রাথমিকচিকিৎসা শেষে দেয়া হয়েছে। কিন্তু নানী ও নাতনীশরীরেরবিভিন্নঅংশের গুরুতরআঘাতহওয়ায়তাদেও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হাকিমপুর থানারঅফিসারইনাচর্জ (ওসি) খাইরুলবাসারশামিমজানান, অভিযোগের প্রেক্ষিতেতদন্তচলছে, এবংতদন্ত শেষেপ্রয়োজনীয়ব্যবস্থা গ্রহণ করা হবে।