ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ডিসকো ক্লাবে অভিযান, আটক ২৮৮

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, মার্চ ১৮, ২০২২

ডিসকো ক্লাবে অভিযান, আটক ২৮৮
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে গতকাল বুধবার (১৬ মার্চ) রাতভর অভিযান চালিয়ে ২৮৮ জনকে আটক করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ২৭৭ জন জুয়া খেলার অপরাধ স্বীকার করলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করেন। বাকি ১১ জনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযান পরিচালনায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেম উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান (অপরাধ-উত্তর) ও ইলতুৎমিশের (অপরাধ-দক্ষিণ) নেতৃত্বে আরও কর্মকর্তাসহ ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন। কারাগারে প্রেরণ করা আসামিরা হলো- জয়নাল আবেদীন ফকির (৪২), নারায়ণ চন্দ্র গৌর মানিক (৩৫), আল ইমরান (৪৫), আব্দুল মান্নান (৫৫), তোফায়েল আহমদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)। শহীদ খান জজ (৫২), দেলোয়ার হোসেন (৩৮), রতন চন্দ্র সাহা (৫২), নজরুল ইসলাম আকন্দ (৪৪)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান আরটিভি নিউজকে বলেন, জুয়া খেলা ও অন্যান্য অপরাধে মোট ২৮৮ জনকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২১০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, কেরু অ্যান্ড কোম্পানির চার বোতল ইম্পেরিয়াল হুইস্কি ও ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদের পর আটকদের মধ্যে ২৭৭ জন জুয়া খেলার অপরাধ স্বীকার করলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ১১ জনকে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বেশ কয়েকদিন ধরে ওই ক্লাবে অসামাজিক কাজকর্ম ও মাদক কেনাবেচা হচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ কারণে গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে এই অভিযান চালানো হয়।