জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খনি এলাকার এতিমখানায় দোয়া ও খাবার বিতরণ সহ খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছেন দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
বৃহস্পতিবার দুপুরে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খনি এলাকার এতিমখানা গুলোতে বিশেষ দোয়া মহফিলের আয়োজন করেন এবং দুপুরে ওই সকল এতিম খানায় উন্নত মানের খাবার বিতরন করেন। পরে বেলা ৩টায় মধ্যপাড়া পাথর খনির সন্মুখে জিটিসির সমাজকল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম”কার্যালয়ে পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের
মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।
৫২ জন শিক্ষার্থী কে শিক্ষা উপবৃত্তি প্রদান সহ এতিম খানায় খাবার বিতরন করেন জিটিসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ জাবেদ সিদ্দিকী। এ সময় ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি মার্চ মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।