ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

আটোয়ারীতে আগুনে পুড়ে মরলো সেনাবাহিনীর গবাদিপশু

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: বুধবার, মার্চ ১৬, ২০২২

আটোয়ারীতে আগুনে পুড়ে মরলো সেনাবাহিনীর গবাদিপশু
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর গোয়ালঘরের আগুনে পুড়ে মরলো গবাদিপশু গুলো।

মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ ( থানার মসজিদ সংলগ্ন ) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী তাহেরুল ইসলাম প্রতিদিনের ন্যায় দুটি গোয়ালঘরে পৃথক পৃথকভাবে দেশী ও বিদেশী গরু রাখেন। আধাপাকা গোয়ালঘরে রাখতেন, মালামাল সহ ২টি খাসি ও দেশী ৩ টি গরু আর পাকা গোয়ালঘরে রাখতেন বিদেশি গরুগুলো। মঙ্গলবার রাতে হঠাৎ করেই আধাপাকা গোয়ালঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আধাপাকা গোয়ালঘরে রাখা মালামাল সহ গবাদিপশু গুলো পুড়ে মারা যায়। এদিকে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।অপরদিকে পাকা গোয়ালঘরে রাখা বিদেশি গরুগুলো অক্ষত অবস্থায় রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম ও রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু জাহেদ।