টেকনাফে ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যার মুল্য পাঁচ কোটি আটত্রিশ লাখ টাকা।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ১৫ মার্চ মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদে জানতে পারে জীমংখালী বিওপি'র বিআরএম -১৬ হতে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে ৬ নং পোস্টের নিকটবর্তী নুর কবিরের মাছের ঘের এলাকায় মাদকের একটি বড় চালান রয়েছে । ওই তথ্যের ভিত্তিতে জীমংখালী বিওপি এবং ব্যাটালিয়ন সদর এর দুটি বিশেষ টহলদল তাৎক্ষনিকভাবে ওই এলাকায় পৌঁছে তল্লাশী চালায় । এক পর্যায়ে উক্ত স্থানে নুর কবিরের মাছের ঘেরের জালের ভিতর লুকানো অবস্থায় ৫ কোটি আটত্রিশ লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেঘ আইস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় । উক্ত স্থানে ঘেরের মালিক বা অন্য কোন ব্যক্তি না থাকায় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি । পরে উক্ত ঘেরের মালিককে আটকের জন্য অভিযান পরিচালনা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। ঘেরের মালিক খারাংখালীর পূর্ব মহেশখালীপাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ নুর কবির ( ৩২ )কে পলাতক আসামী দেখিয়ে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ টেকনাফ মডেল থানায় মামলা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির ওই কর্মকর্তা আরো জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান , মাদকদ্রব্য , অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।