ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
টেকনাফের হ্নীলা এলাকা হতে অভিযান চালিয়ে মোহাম্মদ আবছার (২৮) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার (১৪ মার্চ) আনুমানিক ভোর সোয়া ৪টারদিকে দক্ষিণ লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা গ্রামের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে পাকা রাস্তার উপর একজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।
দ্রুত র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ আবছারকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং-ওয়ার্ডের দক্ষিণ লেদা মৃত আবু জাফরের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, ধৃত মোহাম্মদ আবছার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত ব্যক্তি তার ডান কাঁধে থাকা বস্তার ভিতর অস্ত্রশস্ত্র ও গুলি আছে বলে স্বীকার করে।
তখন উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত ব্যক্তির দেহ ও  কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ১টি ওয়ানশুটারগান, ২টি কিরিচ ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস, খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণা করার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান ওই র‌্যাব-১৫ কর্মকর্তা।