Can't found in the image content. নড়াইলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নড়াইলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

নড়াইলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
নড়াইলে তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছেন আদালত। সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এ ছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। 

এর মধ্যে যশোরের বাঘারপাড়া থানার কিসমত মাহমুদপুরের মহিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (৪০) ও একই এলাকার শহিদুল মোল্যার ছেলে সুমন মোল্যা (৪২) আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া ওই এলাকার সাব্বির মোল্যা (৪১) পলাতক আছেন। 

মামলা বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রেজাউল করিমের নেতৃত্বে যশোর-নড়াইল সড়কের পিয়ারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ তিন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।