Can't found in the image content. দুই ব্যবসায়ীর গোডাউনে মিলল ৮১ হাজার লিটার সয়াবিন তেল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

দুই ব্যবসায়ীর গোডাউনে মিলল ৮১ হাজার লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মার্চ ১৪, ২০২২

দুই ব্যবসায়ীর গোডাউনে মিলল ৮১ হাজার লিটার সয়াবিন তেল
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে মেলান্দহ বাজারে অভিযান চালিয়ে মেসার্স তপু এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনো রশিদ দোকানির কাছে ছিল না। তপু এন্টারপ্রাইজের গোডাউনে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জননী তেল ভান্ডারের গোডাউনে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনও রশিদ এই দোকানির কাছেও ছিল না। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।