বীর মুক্তিযোদ্ধা সুকেশ রঞ্জন সরকার আর নেই। আজ শনিবার দুপুর ১২:২০ মিনিটে তিনি নিজ গৃহে পরলোকগমন করেন।
সুকেশ রঞ্জন সরকার ছিলেন একজন প্রতিরোধ যোদ্ধা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর নিজ বাড়ির আঙিনা ও সরকারি চাকুরি ছেড়ে জাতির পিতা হত্যার প্রতিবাদের ফলে কারাগারেই কাটাতে হয়েছিল তার দীর্ঘজীবন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে ভাটি ময়ালে অনেক সশস্ত্র যুদ্ধক্ষেত্রে তিনিই ছিলেন মূল নায়ক।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রামজীবনপুর গ্রামে সশস্ত্র প্রতিরোধযুদ্ধে তিনি ছিলেন মহানায়ক। তার অন্যতম সহযোদ্ধা ছিলেন রতিশ তালুকদারসহ ১৩ সদস্যের বাহিনী।