ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফ বিদেশী মদ, বিয়ার, সিগারেট ও অস্ত্রসহ গ্রেফতার- ২

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: রবিবার, মার্চ ১৩, ২০২২

টেকনাফ বিদেশী মদ, বিয়ার, সিগারেট ও অস্ত্রসহ গ্রেফতার- ২
টেকনাফ বিদেশী মদ, বিয়ার, সিগারেট ও অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
এসময় তাদের কাছ থেকে মিয়ানমারের ৫২ বোতল মদ, ২৮০ ক্যান বিয়ার, ৫৫০০ প্যাকেট সিগারেট (১,১০,০০০ শলাকা) ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

১৩ মার্চ (রবিবার) সকালে সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন উক্ত তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যাবসায়ী অবৈধ ভাবে চোরাইপথে মিয়ানমার হতে মাদকদ্রব্য বিদেশী মদ, বিয়ার ও সিগারেট এদেশে মজুদ করেছে। উক্ত গোপন সংবাদে র‌্যাব-১৫ এর একট দল সকাল সাড়ে ১১ টায় ওই স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঘটনাস্থল হতে কাটাখালী পূর্বপাড়া মৃত মুকবুল আহম্মদের পুত্র হাফেজ আহম্মদ (৪০) ও সৈয়দ আলমের স্ত্রী কামরুন নাহার সোমা (২২) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় তাদের কাছে অবৈধভাবে চোরাইপথে মিয়ানমার হতে আনা মদ, বিয়ার এবং সিগারেট রয়েছে। তখন উপস্থিতিদের সম্মুখে ধৃত আসামীদের দেহ, বসতঘর এবং আশপাশ এলাকা তল্লাশী করে মিয়ানমারের ৫২ বোতল গ্রান্ড রয়েল মদ, ২৮০ ক্যান আন্দামান বিয়ার, ১১ কার্টুন এর ভিতরে ৫৫০০ প্যাকেট ওরিস সিলভার সিগারেট (১,১০,০০০ শলাকা) ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, এসময় র‌্যাবের উপস্থিতি জানতে পেরে মো. সৈয়দ আলম প্রকাশ সোনামিয়া নামে এক ব্যক্তি পালিয়ে যায়। তাকে পলাতক আসামী  দেখিয়প গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

এদিকে, বর্তমানে দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।