ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

৯৯৯ এ ফোন পেয়ে ১৩ টি গরু ও ২টি মহিষসহ ৫ আসামিকে আটক করেছে হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, মার্চ ১২, ২০২২

৯৯৯ এ ফোন পেয়ে ১৩ টি গরু ও ২টি মহিষসহ ৫ আসামিকে আটক করেছে হাইওয়ে পুলিশ
তা‌রিখ রাত০২:১৫ ঘ‌টিকার সময় সালনা হাইও‌য়ে থানা পু‌লিশ, গাজীপুর রিজিয়ন কর্তৃক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কা‌লিয়া‌কৈর থানাধীন প‌শ্চিম চন্দ্রা সা‌কি‌নস্থ ফন‌ফি‌ডেন্ট সিএন‌জি পা‌ম্পের বিপ‌রিত পা‌শে ঢাকাগামী লে‌নে চেক‌পোষ্ট ডিউটি করার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জান‌তে পা‌রেন যে,  এক‌টি গরু ভ‌র্তি ট্রাক ছিনতাই ক‌রে ছিনতাইকারীরা  ট্রাক‌টি নি‌য়ে চন্দ্রা ঢাকার দি‌কে আসছে তাৎক্ষ‌ণিক সালনা হাইও‌য়ে থানার রাত্রীকা‌লীন টহল ডিউ‌টি‌তে নি‌য়ো‌জিত  এসআই (নিঃ) মোহাম্মদ আশরাফুল হক সংগীয় ফো‌র্সের সহায়তায় উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশক্রমে ১৩ টি গরু ও ০২ টি ম‌হিষ ভ‌র্তি ট্রাক নং- ঢাকা মে‌ট্রো ট ১৩-৩৯৩৯ গাড়িটি গরু ও ম‌হিষ এর প্রকৃত মা‌লিক ম‌তিয়ার রহমান (৪৫), পিতাঃ মৃত আব্দুল কা‌দের মোল্লা, সাং বোরাইতলা, থানাঃ সদর, জেলাঃ কু‌ষ্টিয়া এর শনাক্তম‌তে ট্রা‌কে থাকা ১৩ টি গরু ও ০২ টি ম‌হিষ সহ ছিনতাইকারী ১। নুর মোহাম্মদ (৫৫), পিতাঃ মৃত আঃ হা‌কিম, ২। আব্দুল্লাহ (১৮), পিতাঃ মে‌হের আলী, উভয় সাং পূর্ব দরকা‌বিল, থানাঃ উ‌খিয়া, জেলাঃ কক্সবাজার, ৩। হাসান মোল্লা (৩৮), পিতাঃ হা‌সেম মোল্লা, সাং খাজানগর, থানাঃ সদর, জেলাঃ কু‌ষ্টিয়া, ৪। ট্রাক চালক আ‌রিফুল ইসলাম (৪৫), পিতাঃ আঃ জ‌লিল, সাং ফি‌লিপনগর, ৫। ট্রাক‌টির হেলপার রা‌কিবুল (১৮), পিতাঃ জয়নাল, সাং মাইজ‌দিয়া মু‌ন্সিপাড়া, উভয় থানাঃ দৌলতপুর, জেলাঃ কু‌ষ্টিয়া গণদের আটক ক‌রা হয়। এই বিষ‌য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।