জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ২৮, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেছে। সন্ধ্যা পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা
হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে শতাধিক যাত্রী।
শুক্রবার
(২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে।
এ
ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে
রওনা হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে
ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায়
বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি
ডুবে যায়। ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল বলে স্থানীয়রা জানায়।