ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মিয়ানমারে আটক ৬ বাংলাদেশী জেলেকে ফেরত

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২

মিয়ানমারে আটক ৬ বাংলাদেশী জেলেকে ফেরত
দীর্ঘ ৩৭ দিন পর ৬ জন বাংলাদেশী জেলেকে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড  পুলিশ (বিজিপি)। 
৯ মার্চ বুধবার বিকাল ২ টায় তাদের কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করে।

গত ১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সীমানায় চলে গেলে ৬ জন বাংলাদেশী জেলেকে আটক করে বর্ডার গার্ড  পুলিশ (বিজিপি)। 

ফেরত আসা জেলেরা হচ্ছে- টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পায়ড়ার আবূু সোবহানের পুত্র আব্দুর রহমান , জাফর আহমদের পুত্র কেফায়েত উল্লাহ , নুর আহমদের পুত্র হামিদ উল্লাহ , রাজারাছড়ার হোছন আলীর পুত্র মুহাম্মদ তৈয়ুব , করাচি পাড়ার মোহাম্মদ ছফরের পুত্র আব্দুর রশিদ ও মিঠাপানির ছড়ার আবু তালেবের পুত্র মোহাম্মদ মামুন।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইখতেখার সাংবাদিকদের জানান, গত ১ ফেব্রুয়ারি  বাংলাদেশী ৬ জন জেলে ইঞ্জিন চালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে গেলে বোটের ইঞ্জিনা নষ্ট হয়ে ছয় জন জেলে মিয়ানমার এর সমূদ্র উপকূলে চলে যায় । মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ( বিজিপি ) তাদের আটক করে জেলে বন্দি রাখে । বিষয়টি বিজিবি অবহিত হওয়ার পর বিজিবি-বিজিপি'র সাথে যোগাযোগ এবং মিয়ানমারের সিতওয়ে এ অবস্থিত বাংলাদেশ মিশনের সহায়তায় দীর্ঘ ৩৭ ( সাইত্রিশ ) দিনের প্রচেষ্টার পর ৯ মার্চ উক্ত জেলেদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা সম্ভব হয় । বর্তমানে তারা বিজিবি'র হেফাজতে আছে । মিয়ানমার হতে ফেরত আনা ছয় জন বাংলাদেশী জেলেদেরকে তাদের পরিবারের নিকট সকল প্রকার আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে ।