ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

খুনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঝালকাঠির “বকুল” হত্যার রহস্য উদঘাটন

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ২৭, ২০২১

খুনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঝালকাঠির “বকুল” হত্যার রহস্য উদঘাটন

ঝালকাঠির রাজাপুরে পাঁচ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বকুল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ খুনী মো. শাকিলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এরপূর্বে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, ঘরের চাবি ও স্বর্ণালঙ্কার ভেবে হাতিয়ে নেয়া সিটিগোল্ডের হাতের বালা উদ্ধার করেছে।


শাকিল ঢাকা নারায়নগঞ্জ সদরের গোগনগর মুর্শিদাবাদ বড় মসজিদ এলাকার মো. শাহিনের ছেলে ও রাজাপুর উপজেলা সদরের টিএন্ডটি সড়কের মতিউর রহমান মামুনের ভাড়াটিয়া। নিহত হোসনেয়ারা বকুল উপজেলা সদরের টিএন্ডটি সড়কের মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী।


পুলিশ জানায়, দিনমজুরের শাকিলের সাথে নিহত বকুলের পূর্ব থেকেই পরিচয় ছিল। করোনার কারনে কোন কাজ না থাকায় সে অনেক ঋণী হয়ে পড়ে। ঐ সময় বকুলের শারীরে অনেক স্বর্ণালঙ্কার দেখে শাকিলের লোভ হয় এবং গহনাগুলো হাতিয়ে নিয়ে ঋণ পরিশোধ করার পরিকল্পনা করে।


ঘটনার দিন ১৩ আগস্ট সন্ধ্যায় ঘাতক শাকিল সাথে ছুরি নিয়ে ভাড়ার ঘর দেখার কথা বলে বকুলকে তার শয়ন কক্ষ থেকে ডেকে নেয় । এরপর তালা খুলে ভাড়ার ঘরের মধ্যে প্রবেশ করে সে বকুলের গলা চেপে ধরে মেঝেতে ফেলে দেয়। একপর্যায়ে বকুলকে শ্বাসরোধ করে হত্যা করে ও ছুড়ি দিয়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে বকুলের শরীরে থাকা অলঙ্কার হাতিয়ে নিয়ে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এ ঘটনায় বকুলের বড় ছেলে শফিকুল ইসলাম লিটন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১৮ আগস্ট পুলিশ সন্দেভাজন শাকিলকে ঢাকা নারায়নগঞ্জ সদরের ভূইয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন। তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহআলম গত ২০ আগস্ট তাকে আদালতে সোপর্দ করে ১০দিন রিমান্ড আবেদন করলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।


জিজ্ঞাসাবাদে শাকিল নিজে খুন করার কথা স্বীকার করে জানায়, বকুলের সাথে সম্পর্ক খারাপ থাকায় হত্যার দায় ছেলে-মেয়ের উপর পড়বে চিন্তা করে সে নির্ভয়ে বকুলকে হত্যা করেছে। পরে  পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি, ঘরের চাবি ও অলঙ্কার উদ্ধার করেছে। রিমান্ড শেষে আদালতে সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠায়।


রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে বকুলকে হত্যার দায় স্বীকার করেছে শাকিল। আটক শাকিলের বিরুদ্ধে নারায়নগঞ্জ থানায় একটি হত্যা ও দুই মাদকের মামলা রয়েছে।