পঞ্চগড়ের আটোয়ারীতে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর'র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায়, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম দুলাল ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের দ্বারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় আটোয়ারী হাসপাতালে নতুন আটজন চিকিৎসক নিয়োগ দিয়েছেন। হাসপাতালে নতুন চিকিৎসকরা যোগদান করায় এ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম আরো নতুন গতিতে সঞ্চার হবে বলে তিনি মনে করেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।
নতুন চিকিৎসকরা হলেন, ডাঃ মির্জা সাইদুল ইসলাম, ডাঃ মোঃ রাজু হোসেন, ডাঃ মোছাঃ হাফিজা খাতুন, ডাঃ মোঃ জাহিদ হাসান, ডাঃ মোছাঃ রশিদা আক্তার রেশমা, ডাঃ নাসরিন ইসলাম, ডাঃ অনন্যা পাল ও ডাঃ একেএম শাফায়াত লস্কর।
তিনি আরো জানান, আগে এই হাসপাতালে খুবই সীমিত সংখ্যক চিকিৎসক ছিলেন। এই হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে মোট ২৮ টি। এর বিপরীতে বর্তমান সেখানে ১৩ জন চিকিৎসক রয়েছে। এখনও শুন্য পদ রয়েছে ১৫ টি।