উখিয়ার উপজেলার পালংখালী এলাকা থেকে অটোরিকশা (টমটম) গাড়ী করে বিদেশী মদ ও বিয়ারসহ মোহাম্মদ শাহেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
এসময় তার ব্যবহৃত অটোরিক্সায় তল্লাশী চালিয়ে মিয়ানমারের ২৪ বোতল মদ ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারী হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মোহাম্মদ শাহেদ(২২)।
৭ মার্চ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন জানান- র্যাব সদস্যরা গোপন সংবাদে জানতে পারে, টেকনাফ থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে এক মাদক কারবারী ব্যাটারী চালিত অটোরিক্সাযোগে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছে। এমন খবরে আভিযানিক দল রাত ৮ টা ৪০ মিনিটের সময় পালংখালী ইউপিস্থ জামতলী বাজারস্থ কক্সবাজার-টেকনাফগামী পাকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। একপর্যায়ে একটি অটোরিক্সা চেকপোস্টের সামনে আসলে আটক কারবারী অটোরিক্সাটি ফেলে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকেসহ অটোরিক্সাটি জব্দ করে।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির ব্যবহৃত অটোরিক্সা তল্লাশী করে একটি বস্তার ভেতর হতে মিয়ানমারের ২৪ বোতল মদ ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।