ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

উখিয়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২

উখিয়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার জব্দ
কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা চেকপোস্ট স্থাপন করে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ মোহাম্মদ শাহেদ (২২) নামে এক যুবককে আটক করেছে। এসময় পাচারে ব্যবহৃত টমটমটি (অটোরিক্সা) জব্দ করা হয়।

আটককৃত যুবক হলেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২২)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ররিবার রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে একজন লোক ব্যাটারী চালিত টমটমযোগে (অটোরিক্সা) বিভিন্ন মাদকদ্রব্যসহ কক্সবাজারের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ জামতলী বাজারস্থ কক্সবাজার-টেকনাফগামী পাকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে  একটি টমটম (অটোরিক্সা) চেকপোস্টের সামনে আসলে একজন ব্যক্তি বর্ণিত অটোরিক্সাটি ফেলে কৌশলে পালানোর চেষ্টাকালে হোয়াইক্যং ১নং ওয়ার্ডের ঘিলাতলী এলাকার ছৈয়দ আলমের ছেলে আটক করতে সক্ষম হয়।

এসময় পাচারে ব্যবহৃত টমটমটি (অটোরিক্সা) জব্দ করা হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির ব্যবহৃত অটোরিক্সা তল্লাশী করে  একটি বস্তার ভিতর থেকে ২৪ বোতল বিদেশী মদ ও ২৪ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।