ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ১৯০০ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মার্চ ৭, ২০২২

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ১৯০০ পিস ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফের লেদা ২৪ নং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

রবিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, একই ক্যাম্পে ব্লক-সি/৪, এফসিএন-২৬৭১৮৮ বাসিন্দা সৈয়দুল ইসলামের ছেলে মো. শফিক (২১) ও বল্ক-এ,এফসিএন-২৫৩২৪৮ বাসিন্দা মো. কাশেমের ছেলে মো. আলম (২৬)।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেদা ২৪ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়।এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক  করতে সক্ষম হয়।এসময় তাদের কাছ থেকে১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।