ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী চ্যাম্পিয়ন,বীরগঞ্জ রানার্সআপ।

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: সোমবার, মার্চ ৭, ২০২২

আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী চ্যাম্পিয়ন,বীরগঞ্জ রানার্সআপ।
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী চ্যাম্পিয়ন ও বীরগঞ্জ রানার্সআপ হয়েছেন।

গত রোববার (৬ই মার্চ) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর গোর-ই-শহীদ ঈদগাহ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতা'র "ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে, গত ৩ মার্চ থেকে জেলার ১৩টি থানা দলের অংশ গ্রহনে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়। খেলায় প্রথম পর্যায়ে সেমিফাইনালে উত্তির্ন হন, ফুলবাড়ী থানা দল বনাম পার্বতিপুর থানা দল। দ্বিতীয় পর্যায়ে উত্তির্ন হন বীরগঞ্জ থানা দল বনাম কোতোয়ালী থানা দল। এই চারটি দলের অংশগ্রহনে গত রোববার ফাইনাল খেলায় বিজয়ের শিরোপা অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন ফুলবাড়ী থানা দল। এতে রানার্সআাপ হয়েছেন বীরগঞ্জ থানা দল। খেলা শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন পিপিএম,বিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজাপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম-(সেবা)। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সরুপ কুমার বাচ্চু,জেলা ক্রীড়া সংস্থা'র সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রেজওয়ানুল ইসলাম প্রমুখ।