দিনাজপুরের খানসামায় আত্রাই নদীর পানিতে গোসল করতে নেমে লাবিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীর জিয়া সেতুর কাছে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশু লাবিব ইসলাম (৮) খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউপির গোবিন্দপুর গ্রামের হলদিপাড়ার আসাদুল ইসলামের ছেলে এবং খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। গোসলে নামা তিন শিশুই একই স্কুলের ছাত্র।
স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে খানসামার গোবিন্দপুর গ্রামের হলদিপাড়ার লাবিব (৮) ও তার ভাই লামিয়া(১০) এবং বন্ধু সিয়াম(৮) এই তিনজন আত্রাই নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় লাবিব। পরে অন্য দুই জন মিলে উদ্ধার করতে গেলে তারাও এক পর্যায়ে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা এক জেলে দুইজনকে উদ্ধার করলেও লাবিবকে খুঁজে পায়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লিমান চন্দ্র সেন এর সত্যতা নিশ্চিত করেন।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এরকম মৃত্যু কাম্য নয়। এমন মৃত্যুরোধে অভিভাবকদের সচেতনতা থাকা জরুরি।