ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

দ্রব্য মূল্য উর্ধ্বগতি এবং সর্বত্র দুর্নীতির প্রতিবাদে টেকনাফে বিএনপি'র সভা ও বিক্ষোভ মিছিল

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: সোমবার, মার্চ ৭, ২০২২

দ্রব্য মূল্য উর্ধ্বগতি এবং সর্বত্র দুর্নীতির প্রতিবাদে টেকনাফে বিএনপি'র সভা ও বিক্ষোভ মিছিল
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (৫ মার্চ) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, অবৈধভাবে রাতের ভোটে আসা সরকার জনগনের জানমাল নিয়ে খেলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দশ টাকার চাল, ঘরে ঘরে চাকুরির দেওয়ার কথা বলে আজ ঘরে ঘরে মামলা এবং মানুষের আহাজারি। তাই অনতিবিলম্বে নির্দলীয় সরকার গঠন করে ক্ষমতার মসনদ ছাড়ুন। নইতো আন্দোলনের মাধ্যমে জনগন এই ব্যর্থ সরকারকে টেনে হেঁছড়ে নামাবে। 

যুবদল নেতা মোখতার হোছাইন বাপ্পীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,  সাংগঠনিক সম্পাদক এড সেলিমুল মোস্তফা, যুগ্ন সম্পাদক মো. আলী মেম্বার, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির নুরুল আমিন চৌধুরী, উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ,সাবরাং বিএনপির আহবায়ক মৌলভী আবদুল গফুর, হোয়াইক্যং বিএনপির আহবায়ক হাজী ফেরদৌস আহমদ, বিএনপি নেতা উসমান গনি, আবদুল আমিন আবুল, রাশিদুল আলম চৌধুরী, ইমাম হোসেন, রফিকুল আলম চৌধুরী, আবছার কামাল সিদ্দিকী, দিল মোহাম্মদ মেম্বার, ওমর সাদেক, এড ফায়সাল, হেলাল মেম্বার,  যুবদল নেতা হারুন অর রশিদ, জাকারিয়া, সেলিম সরদার, , আনোয়ার, আবদুল্লাহ, সেলিম, শাহীন আলম, মো. সেলিম, ছাত্র নেতা মো. শফিক, বাদল, মোজাহিদ প্রমুখ।