পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভুবনেশ্বর ব্রিজের কাছে ইটবাহী ট্রলির চাপায় দেলোয়ার হোসেন সরদার(৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শোহরাফ সরদার জানান, ইটবাহি গাড়িটি গাজীপুর থেকে পৌর শহরের দিকে আসছিলো। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।