ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

পাহাড়ে মিলল অস্ত্র কারখানার সন্ধান : কারিগর আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, মার্চ ৫, ২০২২

পাহাড়ে মিলল অস্ত্র কারখানার সন্ধান :  কারিগর আটক
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে র‌্যাব। টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে ওই অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। 

এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার। 

গ্রেফতার দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। 

র‌্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।