Can't found in the image content. টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২

টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হোসেন (১৬) নামের এক কিশোরের। আজ বুধবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেল ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত যুবক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে এসেছিল। টিকা নেওয়ার পরে কয়েকজন বন্ধুর সঙ্গে কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে যায়। 

পরে বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও তৈরিতে মেতে ওঠে। এ সময় হঠাৎ রাজবাড়ীগামী একটি ট্রেন চলে আসে এবং ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রেল লাইনের পাশ থেকে মরদেহটি নিচে নামিয়ে রাখে।

বিষয়টি নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।