Can't found in the image content. ঝিনাইদহে কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি রমজান গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

ঝিনাইদহে কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি রমজান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২

ঝিনাইদহে কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি রমজান গ্রেফতার
ঝিনাইদহের চরখাজুরা গ্রামের কবিরাজ আতিয়ার রহমান হত্যা মামলার প্রধান আসামি রমজান আলীকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। আজ ভোররাতে মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চরখাজুরা গ্রামের আল আমিনের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, পারিবারিক বিরোধের জেরে সোমবার বিকালে সদর উপজেলার চরখাজুরা গ্রামে কবিরাজ আতিয়ার রহমানকে পিটিয়ে হত্যা করে ভাতিজা রমজান আলী, ভাই আল আমিন সহ কয়েকজন।

এই হত্যা মামলর প্রধান আসামি রমজান আলী মাগুরা জেলার শ্রীপুর থানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তি আজ ভোর রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেসময় একটি বাড়ির পাশ থেকে রমজানকে গ্রেফতার করা হয়। তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।