কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ জামাল উদ্দিন প্রকাশ জামাল হোসেন লেডু (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড কেকে পাড়া এলাকার লেডুর ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন- টেকনাফ পৌরসভার কে কে পাড়ার বাসিন্দা মৃত আমির মোহাম্মদ সওদাগর এর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।