Can't found in the image content. রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, মার্চ ২, ২০২২

রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 

মঙ্গলবার সকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের সম্মানে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ লাইন্স মাঠের ড্রিল সেডে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে সন্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈন উদ্দীন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ মো. সাঈদুর রহমান, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহাদত হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পুলিশের আইজিপি ও জেলা পুলিশের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী রাজবাড়ীর ১১ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।