কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় মাদক কারবারি ও বিজিবি’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বিজিবি ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবা পাহাড় নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির বলেন, একদল ইয়াবা পাচারকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মাদক পাচারকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি করে।
এসময় চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহীন জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।