কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভযান চালিয়ে আইস উদ্ধার করেছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান (বিএন) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এক ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে আসতে দেখা যায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটির হাতে থাকা ব্যাগটি ঝাউ বাগানে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঝাউ বাগান তল্লাশী করে একটি কালো রংয়ের ব্যাগে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। তিনি আরও জানান, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।