বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর,কতৃপক্ষের নজরে এলে ধ্বসে পড়া সেতুটির সংস্কার কাজ শুরু করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাজার ও উপজেলা পরিসদে যাওয়ার গুরুত্বপুর্ণ সড়কের দির্ঘদিনের পুরোনো সেতুটি ধ্বসে গিয়ে গর্তের সৃষ্টি হয়,ঝুকিপুর্ণ অবস্থায় পথচারীরা সহ যানবাহন চলাচল করে আসছিল। যে কোন সময় বড় রকমের দুর্ঘটনাসহ প্রাণহানী আশঙ্কা দেখা দেয়।
এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা সড়কের সেতুতে ধ্বস ঝুকিনিয়ে চলাচল,ভেঙ্গে পড়ার আশঙ্কা” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে এলে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারী রোববার থেকে ব্রীজটি মেরামতের কাজ শুরু করেন।
উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, উপজেলা পরিষদ থেকে ব্রীজটির সংস্কারের কাজ করা হচ্ছে।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, পৌরসভা কতৃপক্ষ ব্রীজটির ফাউন্ডেশনসহ পুনঃনির্মান কাজ করছেন। এতে করে ঝুকি থেকে রক্ষা হবে পৌর বাজার সহ উপজেলা পরিষদে সেবা নিতে আসা জনগণ।