সুনামগঞ্জের যাদুকাটা বালি মহাল আবারো পেলো মেসার্স নিলম ট্রেডিং ও মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজ।
আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে উন্মুক্ত দরপত্রে ৫ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
এ সময় যাদুকাটা-১ ও যাদুকাটা-২ ৩১ কোটি ৪৬ লক্ষ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স নিলম ট্রেডিং ও মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজ ইজারা পায়। মেসার্স নিলম ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ সেলিম আহমদ বলেন, গতবারও আমরা ইজারা পেয়েছিলাম এবং সরকারী সকল নীতিমালা অনুসরন করেই বালি উত্তোলন করেছি। ইজারা পাওয়ার ফলে একদিকে সরকার রাজস্ব পাবে অন্যদিকে শ্রমিকরাও উপকৃত হবে। মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজাদ হোসেন বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা বালি মহাল ইজারা পেয়েছি। স্বাধীনতার পরে সরকার এ মহাল থেকে সর্বোচ্চ রাজস্ব পাচ্ছে। মহালটি ইজারা পাওয়ার ফলে শ্রমিকদের বেকারত্ব দুর হবে।
বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক বলেন, আমরা যাদুকাটা বালু মহাল সরকারী নীতিমালা মেনেই বালি উত্তোলন করছি। ইজারা পাওয়ার ফলে আমরা খুবই খুশি। একদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব পাবে অন্যদিকে শ্রমিকরাও পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।