ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মা-ছেলেকে অপহরণ, সিআইডির এএসপিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, আগস্ট ২৫, ২০২১

মা-ছেলেকে অপহরণ, সিআইডির এএসপিসহ আটক ৪

দিনাজপুরের চিচিরবন্দরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির জন দায়িত্বশীলসহ মোট জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) তাদেরকে আটক করা হয়। আজ বুধবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান কনস্টেবল আহসানুল হক। এছাড়া অপহরণের সময় তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসের ড্রাইভারকেও আটক করা হয়।

 

জানা যায়, চিচিরবন্দরে পলাশ নামে এক ব্যক্তি ৫০ লাখ টাকা প্রতারণার লিখিত অভিযোগ করেন লুৎফর রহমান নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে। চলতি আগস্ট মাসের শুরুতে এই অভিযোগ দায়ের করা হয় রংপুর সিআইডি কার্যালয়ে। এরপর সিআইডির এএসপি সারোয়ার কবিরের নেতৃত্ব লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালানো হয় গত ২৩ আগস্ট রাতে।

 

লুৎফর রহমান ওই সময় ঘরে ছিলেন না। তাকে না পেয়ে তার স্ত্রী ছেলেকে তুলে নিয়ে যায় সিআইডির ওই দল। কিছুক্ষণ পর লুৎফরকে ফোন করে জানানো হয়, ১৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হলে দুজনকে ছেড়ে দেওয়া হবে। কৌশল করে এএসপি সারোয়ার কবিরের এমন প্রস্তাবে রাজি হয়ে যান লুৎফর এবং নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে টাকা নিতে বলেন।

 

এই ফাঁকে পুরো ঘটনাটি চিচিরবন্দর থানা পুলিশকে জানিয়ে রাখেন লুৎফর। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে তার সঙ্গে থানার একটি পুলিশ ফোর্সও উপস্থিত ছিল। তারপর টাকা হস্তান্তরের সময় এএসপি সারোয়ার কবিরসহ বাকিদের আটক করে পুলিশ। বিস্তারিত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।