কক্সবাজারের টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১৫)-এর সদস্যরা অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় দিলদার মিয়া (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। দিলদার ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিলদারকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।