Can't found in the image content. উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২২

উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় ৬ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই সহযোগীর সাথে লালু বাহিনী প্রধান লালুকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন টেকনাফের হোয়াইকংয়ের আবদুল গফুরের ছেলে ওসমান গনি লালু (২৫) ও নলবুনিয়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. আলি হোসেন ওরফে আলী (২৮) এবং রহমতের বিল এলাকার মৃত মোহাম্মদ নূরের ছেলে মুফিজ উদ্দিন (১৭)।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর বসতঘরে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো বসতঘরে একটি প্লাস্টিকের বস্তা হতে সর্বমোট ২ লাখ ৫ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ১৮ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।