দিনাজপুরের ফুলবাড়ীতে গণটিকা কেন্দ্রে উপচেপড়া ভিড় একদিনে দশ হাজার মানুষকে টিকা প্রদান, টিকার আওতায় এ উপজেলার ৭০ ভাগ মানুষ।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,শনিবার সকাল থেকে টিকা নিতে লাইনে দাড়ীয়ে অপেক্ষা করছে শত শত নারী-পুরুষ একই অবস্থা দেখা গেছে উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষিপুর কমিউনিউটি হেলথ সেন্টারে। উত্তর লক্ষিপুর কমিউনিটি সেন্টারের সিএইচসিপি সঞ্চয় কুমার বলেন, সকাল থেকে টিকা দেয়ার জন্য বিভিন্ন বয়সের নারী পুরুষ লাইনে দাড়িয়েছে, তিনি বলেন বেলা ১২টার মধ্যে প্রায় দুই’শজন ব্যাক্তিকে টিকা প্রদান করা হয়েছে।
এদিকে প্রতিটি টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ও পৌর মেয়র মাহমুদ আলম লিটন। উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ২৬ তারিখের পরে আর প্রথম ডোজের টিকা দেয়ার কর্মসূচি হাতে নাই, তাই আজকের মধ্যে যারা টিকা কেন্দ্রে আসবে সকলকে টিকা দেয়া হবে। পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, শতভাগ মানুষকে টিকার আওতায় নেয়ার জন্য পৌর এলাকাসহ আশপাশের এলাকা গুলোতে ব্যাপক ভাবে প্রচারনা করা হয়েছে, এই কারনে সকাল থেকে মানুষ টিকা কেন্দ্রে চলে এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার ৭টি ইউনিয়নে ২৫টি কমনিউটি ক্লিনিক ও পৌর এলাকার ১০টি সহ মোট ৩৫টি টিকা কেন্দ্রে প্রায় দশ হাজার ব্যাক্তিকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। এছাড়া ২৫ ফেব্রুয়ারী প্রর্যন্ত এক লাখ ৪৩ হাজার ৯০০জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৬৯ দশমিক ১৩ ভাগ। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৮৫ হাজার ২৮০জনকে।বোষ্টার ডোজ দেয়া হয়েছে ২৩হাজার ৫৫০জনকে।
এদিকে ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ হাজারের অধিক শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং প্রায় সাড়ে ৪হাজারের ও অধিক জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানান তিনি।