Can't found in the image content. টেকনাফ ও উখিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ আটক- ২ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

টেকনাফ ও উখিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ আটক- ২

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২২

টেকনাফ ও উখিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ আটক- ২
টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট এলাকায় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১৫ অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ২ টায় র‍্যাব -১৫ টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ হতে শাহপরীর দ্বীপে রাস্তার উপর গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে । এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে দিলদার মিয়া ( ৩৫ ) নামক এক পাচারকারীকে আটক করা হয়।  

সে টেকনাফের কাটাবুনিয়া এলাকার মৃত জালাল আহম্মদের পুত্র। 

পরে উপস্থিতিদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল । র‍্যাবের সহকারী পরিচালক ( ল ' এন্ড মিডিয়া ) মোঃ বিল্লাল উদ্দিন উক্ত তথ্য নিশ্চিত করে জানান, ধৃত দিলদার মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোন গত শুক্রবার রাত ৮ টার দিকে উখিয়া থানার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প -১ ব্লক ডি এর সেন্টার নং CO1ED1156 এর আব্দুর রশিদ ও সেনোয়ারা বেগমের বসতঘরে অভিযান চালিয়ে  একটি শপিং ব্যাগের ভিতর স্কচটেপ মোড়ানো ৫০ টি নীল রঙ্গের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করে। পরে প্যাকেটের ভিতর অ্যামফিটামিনযুক্ত ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মুল্য ১ লাখ ৯০ হাজার টাকা ।

এসময় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প 1E , ব্লক- ডি , এফসিএন নং 146998. সেল্টার নং CO1ED1156 এর আবদুর রশিদের স্ত্রি সেনোয়ারা বেগম ( ৩০ ) কে আটক করে এবং মৃত আব্দুল মালেক পুত্র আব্দুর রশিদ (৩৫) কে পলাতক আসামী করা হয়।