ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ফুটপাত দখল করে রাখা দোকান এবং অবৈধভাবে যানবাহন পার্কিং করে রাখার অপরাধে সাতজনের বিরুদ্ধে মামলা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন। সাথে ছিলেন ওসি মো. শামীম অর রশীদ তালুকদার, জেলা ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মোহাম্মদ মাহফুজ আলম, ট্রাফিক ইনস্পেক্টর অমিতাভ শেখর চৌধুরী, বাইজিদ মাহফুজ, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশ কর্মকর্তারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশীদ তালুকদার বলেন, শহরকে যানজটমুক্ত করতে আগামী ১ মার্চ থেকে পৌর শহরে সব ধরনের ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এছাড়া যারা ফুটপাত দখল করে ব্যবসা করবে ও ফুটপাতে যত্রতত্র যানবাহন পার্কিং করে শহরে যানজট সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে।