ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে কালভার্টে ফাটল, ঝুঁকি নিয়ে চলাচল

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২

ফুলবাড়ীতে কালভার্টে ফাটল, ঝুঁকি নিয়ে চলাচল
ফুলবাড়ী পৌর শহরের প্রধান সড়কের কালভার্টের উপরের অংশ ধসে পড়ায় ঝুঁকি নিয়ে সব ধরনের যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কার্যালয়ে যাওয়ার প্রধান সড়কে দীর্ঘদিনের পুরোনো কালভার্টটি ধসে দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন সময় ভেঙে পড়তে পারে কালভার্টটি, ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে শতবর্ষের এই পুরাতন কালভার্টটি ধসে দেবে গেলেও এটির নির্মাণ বা সংস্কার করা হয়নি। তবে উপজেলা পরিষদ ও পৌরসভা একে অপরের ওপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
 
পৌরসভা বলছে, কালভার্টটি নির্মাণের মতো তহবিল নেই। একই কথা বলছে উপজেলা পরিষদও। 
এদিকে, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলছেন, এলাকাটি যেহেতু পৌরসভায়, তাই এর দায়-দায়িত্ব পৌরসভার।

সরেজমিন দেখা যায়, ফুলবাড়ী পৌর বাজারের প্রবেশ মুখ ও উপজেলা কার্যালয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রধান সড়কের কাটিহারধর নামক স্থানে ব্রিজটির মাঝখানে ফাটল ধরেছে। এতে ব্রিজটি দেবে গিয়ে ব্রিজের মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তের পাশ দিয়ে ফাটল ধরা ব্রিজের উপর দিয়ে প্রতিদিন পৌর বাজার ও উপজেলা কার্যালয়ে যাতায়াতকারী যানবাহন ও পথচারীরা যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। এতে করে যেকোনো সময় ব্রিজের সৃষ্ট গর্তে পড়ে গিয়ে কিংবা ব্রিজটির পাটাতন ধসে পড়ে ঘটতে পারে প্রাণহানিসহ বড় রকমের দুর্ঘটনা।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, এটি পৌর এলাকার বিষয়, তাই সেখানে পরিষদের কাজ করার সুযোগ নেই। ব্রিজটি মেরামতের বিশেষ প্রয়োজন হলেও নির্মাণ করতে হলে প্রক্রিয়ায় অনেক সময়ের প্রয়োজন। তাই বিষয়টি নিয়ে কিভাবে কাজ করা যায় চেষ্টা করছি।

ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, ব্রিজটি নির্মাণ করার মতো অর্থ এই মুহূর্তে পৌরসভা তহবিলে নাই। তবে চলাচলের উপযোগী করতে মেরামতের ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।