ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

হিলি সীমান্তে দুই বাংলার আয়োজনে ভাষা দিবস উদযাপন

হাকিমপুর প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

হিলি সীমান্তে দুই বাংলার আয়োজনে ভাষা দিবস উদযাপন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ ও ভারত যৌথভাবে উদযাপন করা হয়েছে । আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সীমান্তের চেকপোস্টে দিনাজপুরের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাকিমপুর পৌরসভা ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত এবং ভারতের বালুরঘাট উজ্জীবন সোসাইটি ও বালুরঘাট-মেঘালয় কড়িডোর কমিটি এই ভাষা দিবসের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে চেকপোস্টের শুন্যরেখায় উভয় দেশের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনার বেদিতে  বাংলার বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সেখানে দুই দেশের শিল্পীরা আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাজির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং ভারতের পক্ষে ছিলেন, তিওড় উজ্জীবিন সোসাইটির সম্পাদক সূরজ দাস, হিলি তুরা জয়েন্ট মুভমেন্ট কমিটির আহŸায়ক নবকুমার দাস, হিলি গর্ভনমেন্ট কলেজের অধ্যক্ষ নারবু শেরপা।

এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে দুই বাংলার বক্তারা বলেন, দুই বাংলার ভাষা এক সংস্কৃতি এক। সীমান্তে কাটাতারের বেড়া বিভেধ তৈরি করলেও দুই দেশের বাংলা ভাষার বন্ধন থেকে আমাদের কেউ ছিন্ন করতে পারবে না। আন্তজাতিক মাতৃভাষার ঐতিহ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হিলি সীমান্তে এই প্রয়াস অব্যাহত থাকবে। এদিকে করোনার কারণে গত দুই বছর থেকে সীমিত পরিসরে করা হলেও আগামীতে আরো ব্যাপক পরিসরে অনুষ্ঠান করার আশাবাদ আয়োজকদের। এই অনুষ্ঠান দেখতে সীমান্তে দুই পাড়ে জড়ো হন স্থানীয়রা মানুষেরা।